স্মৃতি
হঠাৎ আমার মনে এলো
সেই এক বৃহৎ গাছ।
গাছের ছায়ায়, দুলে দুলে,
সাঁওতালিদের নাচ।
কোথার থেকে এলো স্মৃতি,
সে তো জানিনা।
এই জীবনের স্মৃতি, নাকি
আগের, জানিনা।
এই পৃথিবীর পাগলামিতে
এর’ম স্মৃতি আসে।
মেঘের মতো মনের মাঝে
কিছু সময় ভাসে।
******
জীবের সৃষ্টি, স্মৃতির থেকে,
কিছুদিনের, হায়!
আরো কিছু স্মৃতি গ’ড়ে,
সেটাই রেখে যায়।
******
এইতো সেদিন জন্ম পেলো।
উঠলো ডানায় ভেসে।
নীল আকাশের মেঘের মতো,
কোথায় গেলো শেষে?
রইল শুধু স্মৃতি বাকি,
মনের ক্ষেতের মাঝে।
হঠাৎ আবার উঠবে ভেসে,
এই জীবনের সাঁঝে।
স্মৃতিতে তাও সান্ত্বনা পাই ,
অশান্তির এই রাজে।
হিংস্র চেঁচামেচির ফাঁকে,
বনের বাঁশি বাজে।
সোমবার, ২৮ জানুয়ারী, ২০২০ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.