Sunday, December 30, 2018

Kon Rajat'a Bhalo-কোন রাজাটা ভালো


কোন রাজাটা ভালো?

এক রাজা তো গেল চলে।
ডাল গজালো গাছের।
ওই রাজা তো দূরের দেশের।
এই রাজা তো কাছের।

স্বাধীন হলাম, লড়ে কেঁদে।
বিদেশিদের রাজ
বিদায় নিল। কাঁধের ওপর,
অন্য রাজা আজ।

কোন রাজাটা ভালো? আরে,
সব রাজাই এক।
লুটতে তারা করবে দ্বিধা?
চোখটি খুলে, দেখ।

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ খ্রি 
ব্রুকলিন, নিউ ইর্ক
  

No comments:

Post a Comment

If you have comments, criticism, suggestions or questions, please write these here.