Monday, October 29, 2018
De'kha, Xona-দেখা, শোনা
দেখা, শোনা
যখন মনে হলো জগতের আলোর
বদলে এসেছে গভীর অন্ধকার,
তখন দুঃখের খাদের থেকে দেখি,
রাতের আকাশে জ্বলছে অগণ্য তারা।
বাইরে তাকিয়ে দেখি, পূর্ব দিগন্তে,
পাতলা নতুন চাঁদের শীতল জ্যোতি।
ভয়ের ফাঁদে যখন ছিলাম কাবু,
মাথা তুলে দেখি আকাশের লীলা।
সাদা মেঘের চূড়ায়, নীল গগনে,
বহিছে, যেন স্বর্গে, সূর্যকিরণ।
******
সংসারের গোলমালের চিৎকারে যখন
ভুগে ভুগে, হতাশায় হয়েছি কালা,
তখনও শুনেছি, হঠাৎ নীরবে,
হাওয়ার বহা, পুকুরের জলের খেলা।
কান পেতে তখন শুনেছি দূরে
ডাকছে গরু, গাইছে রাখাল-বাঁশি।
ছলনায়, অন্যায়-অত্যাচারে যখন
হয়েছি আহত, ক্লান্ত, হতাশ,
তখন শুনেছি মনেমনে আবার
বনের ধারে সাঁওতালের বিলাপী গান।
******
নিজের দুঃখে যখন হারিয়েছি বিচার,
অন্যের বিপদ দেখে, বাড়িয়েছি হাত।
নিজেও পেয়েছি তখন দৃষ্টি, সান্তনা।
বুঝেছি তখন নিজের ক্ষুদ্রতা।
যখন এটা করতে পারিনি, তখন
ভুগেছি এবং ভুগিয়েছি বৃথা।
চোখ কান বুজে থেকেছি যখন,
তখন বুঝিনি কোন কিছু মূল।
চোখ খুলে, কান খুলে দেখেছি, শুনেছি যখন,
শুধু তখনই বুঝেছি মূল্য কিছু।
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
Sunday, October 28, 2018
Sritir Jore-স্মৃতির জোরে
স্মৃতির জোরে
দেশ ছেড়ে, এই দূর দেশে ভাই
করলাম আমি বাস।
বৃদ্ধকালে রোগের চোটে
ফুরিয়ে এল শ্বাস।
ভাবলাম, এবার যাবার সময়।
তাই তো দিনের শেষে
মনেমনে স্মৃতির খোঁজে
ফিরলাম আবার দেশে।
ব্যথার মাঝে, এল কাছে
ছোটবেলার ছবি।
পাশে এসে বসল আবার
আদি কালের কবি।
দেখতে পেলাম দেশের আকাশ,
দেশের মাটি, জল।
রক্তে তাতে জীবন এল,
পেলাম তাতে বল।
শুনতে পেলাম ভুলে যাওয়া
ছোটবেলার গান।
করলাম আবার মনেমনে
নদীর স্রোতে চান।
দেখলাম আবার, চোখের জলে,
চেনা মুখের হাসি।
গেছে যারা, বলল তারা,
'ফিরব। এবার আসি।'
কানে কানে এল কথা,
'রয়েছে কত কাজ।
জীবনটা তো কিছু দিনের।
ছেড়ো না গো আজ।‘
রোগের মাঝে পেলাম ওষুধ,
টোটকা, দেশের, তাই
স্মৃতির জোরে সুস্থ হয়ে
বাঁচলাম আমি, ভাই।
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউইয়র্ক
Friday, October 26, 2018
Little Minds
Little Minds
Let us wander in the mountains,
Where the peaks are shining high
And the streams that run in valleys
Reflect the sun and sky.
Let us loiter by the ocean side
And look out to the sea,
Where the waves are racing landwards
To those like you and me.
The mountain does not know us.
The ocean heeds us not.
By neither are we needed—
Who will each be soon forgot.
With you and I forgotten
And all our strivings vain,
The peak will still be shining
And the wave will crash again.
******
And that is why it’s mindful
To climb up on the hill
And to walk beside the ocean,
So our little minds are still.
There’s a mind, that we are part of,
That in silence can be heard,
Though it does not know of language
And never speaks a word.
We can hear it if we listen
In the pauses of our thoughts,
As we learn to be accepting
That we’re each a string of naughts.
From nothing, we have risen—
And to nothing, we’ll subside.
We can joyfully embrace this—
Or, try, from this, to hide.
******
It is difficult for some of us,
Who strive to be the heroes,
To let go of their little minds
And realize they’re zeros.
So do not say these things to Trump
Or speak of this to Modi.
Make off, instead, with Donald’s pants—
Or run, with Naren’s dhoti.
They may try to hide their penises
And all the world may laugh—
And then perhaps they might perceive
Their little minds were chaff.
They might go then to the ocean
Or climb up on the hill—
And for once be no more needy,
As their little minds are still.
******
We once could see the starry sky
With its myriad specks of light.
We knew that we were nothing then
But now have lost that sight.
And so had kings and emperors
Who ruled in times now past.
Now even common folk forget
That none of us will last.
Let’s each release the little mind;
Breathe in, breathe out, be still—
So each can hear that ocean wave
And look out from that hill.
But being only mortals, we
May seek reminders, so
We need at times to see that sky
And hear that ocean roar.
2018 October 26th, Fri.
Brooklyn, New York
Tuesday, October 23, 2018
The Evening Show
The Evening Show
unfinished |
I saw the moon beneath the drifting clouds,
above the city’s lights, at eventide.The clouds were dark, the moon a shining orb
and all the sky a stage for this display—
until the clouds had veiled the moon again.
And then, beneath that shrouded moon, I saw
a blinking firefly-plane go sailing by.
And as I watched, the moon peeked in and out—
a lamp suspended in the eastern sky,
as clouds, like wind-tossed curtains, parted, closed—
and I stood staring, through the city’s lights.
2018 October 22nd, Mon.
Brooklyn, New York
Monday, October 8, 2018
Ritu-2018-Fall-ঋতু-২০১৮-শরৎ
ঋতু (২০১৮, শরৎ)
আমাদের বর্ষাকালে, এদেশে
বৃষ্টির অভাব থাকে।
তাইতো এরা, সেটাকেও, জুরে,
'গ্রীষ্ম ঋতু' ডাকে।
এদেশের শীতকাল বড় দীর্ঘ,
মেঘে ঢাকা, অন্ধকার।
শীতের চোটে, ভুগে ভুগে কেউ
অন্তরে মানে হার।
এদেশের রীতি, এদেশের ঋতু,
অন্য ধরনের, তাই
কেঁপে কেঁপে শীতের কষ্টে, আমি
বসন্তের দিকে চাই।
******
******
এল বসন্ত, ফুল-আলো নিয়ে।
গাছে গাছে, নতুন পাতা।
তপ্ত গ্রীষ্ম এল তার পিছে।
রোদ থেকে বাঁচাল, ছাতা।
সেই অতিথি রইল থেকে,
চায় না যেতে আর।
গরমে ভুগে, বলি তাকে 'যাও',
শোনে না কথা আমার।
গ্রীষ্ম গেল শেষে, ভাটায় ভেসে।
এসেছে আজ শরৎ, দোয়ারে।
মেঘলা দিনের আকাশের নিচে,
ফুল মণি দুলছে জোয়ারে।
******
******
কিছু দিন মাত্র, ফুলের নৃত্য।
চিরকাল, আসা যাওয়া।
ঝুড়ি-ঝুড়ি পাতা, নিয়ে যাবে কাঁধে,
হেমন্তের মুটে হাওয়া।
সূর্যকে ঘুরে ঘুরে, ছুটছে গ্রহ।
আসছে যাচ্ছে ঋতু।
জমবে সড়কে, শীতের বরফ।
ডরে ডরে চলবে ভীতু।
শীতেরও জন্ম-মরন আছে।
আসবে বসন্ত আবার।
নব জন্মের খুশিতে তখন
ভরবে চিত্ত সবার।
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউইয়র্ক
------------------------------------------
Saturday, October 6, 2018
Seasons-Fall, 2018-Jahreszeiten-Herbst, 2018
The English original is followed by a German translation--basically a machine translation made via http://translate.google.com, with a few changes by hand.
-----------------------------------------------------------
Seasons (Fall, 2018)
It's October, and a cloudy day.
The Summer's heat has gone away
And Autumn's flowers now are seen.
They glow beneath a sky of gray.
And soon these blooms will fade and die
And we will look up at the sky
And see the snowflakes drifting down,
As Autumn also bids goodbye.
And Winter too will yield its place,
As this our planet wheels through space,
And then we'll see again the Spring,
Reborn, with a fresh and smiling face.
October. Summer tarried long,
But now is gone. We now belong
To Autumn. Soon the leaves will blow—
As do our lives. I end my song.
2018 October 6th, Saturday
Brooklyn, New York
-------------------------------------------------------
Jahreszeiten (Herbst, 2018)
Es ist Oktober und ein bewölkter Tag.
Die Hitze des Sommers ist weg
und die Blumen des Herbstes werden jetzt gesehen.
Sie leuchten unter dem grauen Himmel.
Und bald werden diese Blüten verblassen und sterben,
und wir werden in den Himmel schauen
und die Schneeflocken nach unten treiben sehen,
als auch der Herbst sich verabschiedet.
Und auch der Winter wird seinen Platz zurückgeben,
während unser Planet durch den Raum rollt,
und dann werden wir wieder den Frühling sehen—
wiedergeboren, mit frischem und lächelndem Gesicht.
Oktober. Der Sommer hat lange gedauert,
aber jetzt ist weg. Wir gehören jetzt
zum Herbst. So werden die Blätter wehen—
wie auch unser Leben. Ich beende mein Gedicht.
Samstag, 6. Oktober, 2018
Brooklyn, New York
Wednesday, October 3, 2018
Attar Alap-আত্মার আলাপ
বাংলায় ভুল হয়ে থাকলে, দয়া করে জানাবেন।
আছে কি, জীবের মধ্যে, এমনি কিছু,
যেটা মাপা যায় না—তবুও আছে,
যেটার প্রকৃতি মনের প্রকৃতির সমান বা মত—
যেটা দেখে, যেটা শোনে, যেটা বুঝতে পারে,
যেটা সেই খুশী-ব্যথা পায়, যার দরুন
আমরা ভাবি—সাবধান! এটা জীবিত।
মানুষ হলে, ‘এটা’র বদলে ‘এ’ হয়ে যায়।
একেই আমরা এ, ও, সে, তুমি, আমি বলি,
নাম ধরে ডাকি। এরই বিষয়ে ভাবি—
জন্মে এল, মরলে যাবে, আর এখন আছে।
অন্য জীবের ক্ষেত্রেও, আমরা এই ভাবে ভাবি।
যারা ধার্মিক, তারা বলে, জীবের মধ্যে আত্মা আছে।
তবে যারা বৌদ্ধ, তারা এটা মানে না।
আর আব্রাহামের সন্তানদের মতে, শুধু মানুষেরই আত্মা আছে।
বাকি জীবের নেই। তারা সবাই নাকি আত্মাহীন।
এই আত্মাটা যে কি বস্তু, সেটা কেউ বোঝে না।
আর সে কোথায় লুকিয়ে থাকে, সেটাও অজানা।
আত্মার ঠিকানা আর পরিচয়ের খোঁজে যারা বেরোয়,
তারা সবাই হয়রান হয়ে খালি হাতে ফিরে আসে।
এই আত্মা বাবু চুপিচুপি কোথার থেকে এলেন,
আর কেটে পড়ে কোথায় তিনি যাবেন,
এর বিষয়েও অনেক যুক্তি, তত্ত্ব, গল্প আছে।
তবে শেষ হিসেবে, এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার।
আত্মার বিষয়ে আরো কিছু বলা যেতে পারে,
তবে আজকের জন্য এখানেই থামা যাক।
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউইয়র্ক
Related: https://thedailypoet.blogspot.com/2018/10/or-is-there-not.html
Or Is There Not?
Or Is There Not?
Is there an essence in a living thing
That can't be measured with a rule or scale
Or other instrument, but still exists,
With a nature that is kin, perhaps, to mind—
That senses and perceives what's all around
And feels the pleasure-pain that's absent in
The things that do not live and cannot feel?
Or is there not? So then the water, air
And sculpted stone and wood, in essence, are
The same as you or me or the leaping frog—
And the light that issues from a fiery star
May carry songs or screams from deep within,
To which the leaf that reaches sunwards harks
As do the planets and the galaxies.
So is perhaps this essence everywhere
And everywhen, but clearly manifest
In things that live—that are as portals to
That essence that we sense is ours too
On looking in the eye of any beast
Or when we see the tiny leaves unfurl
Of an infant plant that water woke from sleep?
And is this essence "god", or "devil" too,
Or simply that which watches all unfold,
As is the dreamer in a passing dream
Who wakes to that in which we all are caught—
This dream that's shared of births and lives and deaths,
Of joy and sorrow, predator and prey—
Of those who rule and those who must obey?
2018 September 30, Sun (stanzas 1-2)
and October 2, Tue (stanzas 3-4)
Brooklyn, New York
------------------------------------------------------------------
Related: https://thedailypoet.blogspot.com/2018/10/attar-alap.html